/*; } .etn-event-item .etn-event-category span, .etn-btn, .attr-btn-primary, .etn-attendee-form .etn-btn, .etn-ticket-widget .etn-btn, .schedule-list-1 .schedule-header, .speaker-style4 .etn-speaker-content .etn-title a, .etn-speaker-details3 .speaker-title-info, .etn-event-slider .swiper-pagination-bullet, .etn-speaker-slider .swiper-pagination-bullet, .etn-event-slider .swiper-button-next, .etn-event-slider .swiper-button-prev, .etn-speaker-slider .swiper-button-next, .etn-speaker-slider .swiper-button-prev, .etn-single-speaker-item .etn-speaker-thumb .etn-speakers-social a, .etn-event-header .etn-event-countdown-wrap .etn-count-item, .schedule-tab-1 .etn-nav li a.etn-active, .schedule-list-wrapper .schedule-listing.multi-schedule-list .schedule-slot-time, .etn-speaker-item.style-3 .etn-speaker-content .etn-speakers-social a, .event-tab-wrapper ul li a.etn-tab-a.etn-active, .etn-btn, button.etn-btn.etn-btn-primary, .etn-schedule-style-3 ul li:before, .etn-zoom-btn, .cat-radio-btn-list [type=radio]:checked+label:after, .cat-radio-btn-list [type=radio]:not(:checked)+label:after, .etn-default-calendar-style .fc-button:hover, .etn-default-calendar-style .fc-state-highlight, .etn-calender-list a:hover, .events_calendar_standard .cat-dropdown-list select, .etn-event-banner-wrap, .events_calendar_list .calendar-event-details .calendar-event-content .calendar-event-category-wrap .etn-event-category, .etn-variable-ticket-widget .etn-add-to-cart-block, .etn-recurring-event-wrapper #seeMore, .more-event-tag, .etn-settings-dashboard .button-primary{ background-color:
Loading Events

কাজলরেখা

সুন্দরম, ময়মনসিংহ প্রযোজনা

সুন্দরম

সুন্দরম প্রতিবন্ধীদের একটি সৃষ্টিশীল শিল্প চর্চা কেন্দ্র যা ২০১৯ খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে ৮ টি বিভাগে আটটি সুন্দরম প্রতিষ্ঠিত হয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহে এখন প্রতিনিয়ত শারীরিক, দৃষ্টি ও বাক-শ্রবণপ্রতিবন্ধী মানুষ নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে সৃষ্টিশীল কাজে নিয়োজিত।

ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী নাট্যচর্চা ২০১৩ খ্রিস্টাব্দে শুরু হয় তারই ধারাবাহিকতার একটি পর্যায়ে সুন্দরম' এর জন্ম হয়। সুন্দরম'র মূল লক্ষ্য দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সংযুক্ত করা। এভাবে দূর হবে প্রতিবন্ধীদের সম্বন্ধে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও ভাবনা। মেধা ও শারীরিক যোগ্যতানুযায়ী প্রতিবন্ধী শিল্পীদের নানা শাখায় প্রশিক্ষণ দিয়ে তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত হওয়ার পথ সুগম করা সুন্দরমের মূল লক্ষ্য।

রাষ্ট্র ও সামাজিক কাঠামো এখনো প্রতিবন্ধীবান্ধব নয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতন ও সহমর্মী করে তুলে সারাদেশে প্রতিবন্ধীবান্ধব সুযোগ-সুবিধা গড়ে তোলা। এবং এ প্রক্রিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা যেখানে মানুষের প্রতিবন্ধকতার ঊর্ধ্বে মানুষ শুধু মানুষ হিসেবে পরিণতি পাবে।

ব্রিটিশ কাউন্সিল

বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি। অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে গত বছর আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭শ' ৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।

নির্দেশক

আল জাবির

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। বর্তমানে তিনি নিউ মিডিয়া এবং বাংলাদেশর সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। গ্রন্থ প্রবন্ধ, নিবন্ধ সহ প্রকাশিত প্রকাশনা প্রায় ২০টি। নিয়মিত নাট্যরচনা, নির্দেশনা, ডিজাইন করতেই স্বাচ্ছন্দবোধ করেন। পাশাপাশি নিয়মিত বাচিকশিল্পী হিসেবে বাংলাদেশ বেতার ও ডাবিং সিরিয়াল এবং মূকাভিনয় পরিবেশনা করছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশজ ঐতিহ্যের মেলবন্ধনে বাঙলা সংস্কৃতি বিশ্বময় মাথা উঁচু করে সগৌরবে জানান দিবে আপন মহিমায় এই ব্রত নিয়ে কাজ করে চলেছেন নির্দেশক।

নির্দেশকের কথা

টমান বাস্তবতায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবেশনা বিপন্ন ও বিলুপ্ত প্রায় সংকটকাল অতিক্রম করছে। এমন সময়ে মৈমনসিংহ-গীতিকা প্রকাশের শতবর্ষ পরে প্রতিবন্ধী শিল্পীদের অংশগ্রহণে মৈমনসিংহ-গীতিকার পালা অবলম্বনে নির্মিত হচ্ছে নাট্যপালা "কাজলরেখা"। 'কাজলরেখা' নাট্যপালার কলাকুশলীরা কেউই পেশাদার শিল্পী নন। প্রতিবন্ধি ব্যক্তিদের শিল্পের নবধারায় উন্মেষের কার্যক্রমের আওতায় প্রতিবন্ধি ব্যক্তিরা এই প্রযোজনায় সম্পৃক্ত হয়ে অভিনয় ও নেপথ্যে কাজ করেছেন। নানান প্রতিকূলতা বিবেচনায় নতুন এই শিল্পপ্রয়াস যেমন ছিলো চ্যালেঞ্জিং তেমনই ছিলো অপার আনন্দের। দেশজ সংস্কৃতির ঐতিহ্যের ধারায় অবগাহন করার নিমিত্তেই এই শিয়ান। ফলে মান বিচারের চেয়ে এই শিল্পীদের প্রয়োজন সকলের উৎসাহ ও প্রেরণা যাতে তাঁরা শিল্পীতবোধের মানবিক মানুষ হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হয়ে উঠতে পারে।

নাট্যগল্প

কাজলরেখা

বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করেন এবং ১৯২৩ সালে মৈমনসিংহ গীতিকা নামে গ্রন্থাকারে প্রকাশ করেন। বাংলার লোকগীতি বা গীতিকার ইতিহাস অনেক প্রাচীন ও সমৃদ্ধ। গীতিকার বিষয়বস্তুতে যেমন আছে বৈচিত্র্য; কখনো প্রকৃতি আবার কখনো মানবীয় অনুভূতি লোকায়ত বিশ্বাস, আচার-প্রথা, প্রেম-বিরহ, সুখ-দুঃখ, প্রাসাদ রাজনীতি, জাতিগত বৈষম্য, দ্বন্দ্ব-কলহ, সাম্প্রদায়িক সম্প্রীতি এসেছে বিষয়বস্তু হয়ে। গীতিকার সরল ও প্রচলিত ভাষা, রূপক-উপমা-অলংকারে ছন্দবদ্ধ কবিতা ও গানে রূপকথার আঙ্গিকে উপস্থাপন করা হয়। 'কাজলরেখা'। কিন্তু প্রকাশ কালে কিংবা পরবর্তীতে এর রচয়িতা বা পালাকারের কোনো নাম পাওয়া যায়নি। ফলে মৈমনসিংহ-গীতিকায় রূপকথা শ্রেণির পালা হিসেবেই 'কাজলরেখা' সর্বজন বিদিত হয়েছে। 'কাজলরেখা' আখ্যানে চরিত্রদের নাম আলাদা আলাদা ব্যক্তি চরিত্রের ধারক ও বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত। যেমন: সওদাগর শ্রেণির ধনেশ্বর ও রত্নেশ্বর, রাজা ও শাসক শ্রেণির হীরাধন, সূঁচরাজা, সোনার, ধার্মিক শ্রেণির সন্যাসী, নিম্নবর্গের কঙ্কন-দাসী ও বৃদ্ধা। প্রধান চরিত্র কাজলরেখা শ্বাশত বাঙলার চিরায়ত নারীর প্রতিরূপ। আর শুকপাখি দৈবত্ব, অলৌকিক ও রূপক অর্থে ধর্মের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। আর সূচরাজার অভিশপ্ত জীবনে দেবতাদের অভিশাপ থাকলেও তার শাপমুক্তির প্রক্রিয়াটি পুরোপুরি লৌকিক, লোক চিকিৎসার প্রাচীনতম ভেষজ চিকিৎসা ও সূচ তথা অধুনা আকুপাংচার পদ্ধতির মেলবন্ধন সত্যিই বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। যা বিজ্ঞানসম্মত আধুনিক চিকিৎসার নামান্তর। “কাজলরেখা” ছাড়া মৈমনসিংহ গীতিকার প্রায় সব আখ্যানই ট্র্যাজিক পরিনতি বিদ্যমান। কাজলরেখার দয়ায় রাজপরিবারে ঠাঁই হলেও অকৃতজ্ঞ কঙ্কন-দাসী সুযোগ গ্রহণ করে অন্যায় করে। কঙ্কন-দাসীর করুণ পরিণতি তাই ভালো ও মন্দের ছন্দে মন্দের পরাজয় এবং কাজলরেখার সম্মান ও যোগ্য মর্যাদা ফিরে পাওয়া ভালোর জায় হিসেবেই প্রতিমা। মৈমনসিংহ গীতিকা উজ্ঞান অঞ্চলে প্রাপ্ত আখ্যান হলেও এই গল্পটি ভাটি অঞ্চলের। ভাটির সাথে উজানের ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ক এবং ভাটি সম্পর্কে উজানের মানুষের অসীম আগ্রহই এ ধরনের গল্পের জন্ম দিয়েছে। পাশাপাশি নিজ সমাজের বাস্তবতাকে অন্য সমাজের প্রেক্ষিতে বা ভিন্ন আঙ্গিকে দেখানোর চেষ্টার আধুনিক প্রচেষ্টাও আছে। বাংলার বাণিজ্যের ইতিহাস অনেক প্রাচীন। আরব, গ্রীস, রোমের সাথে বাণিজ্যের পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথেও বাংলার বাণিজ্য-সম্পর্ক ছিলো। সে কারণে ধনেশ্বরের কাহিনী, চাঁদ সওদাগরের গল্পের মতো অনেক গল্প আমাদের সাহিত্যে অনেক উদাহরণ রয়েছে। এগুলো বাংলার ঐতিহ্যের উপাদান হিসেবে বিবেচিত। কাজলরেখার আখ্যানটি একদিকে যেমন খুবই নিরীহ একজন নারীর ব্যথা-বেদনার কথা বলে, তেমনই ভাগ্য, বাণিজ্য ও লোকজ সমাজের বাস্তবতাও উপস্থাপন করে।

মঞ্চে

শুকপংখীঃ আফরোজা আক্তার
ধনেশ্বরঃ শাহাদাত সারোয়ার
হীরাধরঃ সাইফুল্লাহ লিটন
সনড়বাসীঃ ইব্রাহীম খলিল
কাজলরেখাঃ সুরাইয়া হক, জোবাইদা খানম
সূচকুমারঃ ইকবাল হোসেন রনি, রফিকুল ইসলাম মিলন।
কাঙ্কণ দাসীঃ সোনিয়া মনি, বাবলী আকন্দ
মন্ত্রীঃ রফিকুল ইসলাম মিলন, ইব্রাহিম খলিল
সেনাপতিঃ অনন্ত বসাক, মোয়াজ্জেম হোসেন
সোনাধরঃ মঈন খান বিল্লাহ, মিলন ভূঁইমালী
রতেড়বশ্বরঃ মারুফ হোসেন, রেজাউল করিম শাওন
ঠাকুরমাঃ হোসনা আক্তার
কথকঃ হীরা, শাওন, মিলন, অনন্ত, বাবলি

যন্ত্রীদল
হারমোনিয়ামঃ
পূজা দাস
ঢোলঃ মোঃ
লাল চান, হৃদয়
বাঁশিঃ
ইশতিয়াক খান আকাশ
খোলঃ
সমুদ্র প্রবাল
খমকঃ
মঈন
উকেলেলেঃ
মোঃ নাইম, মাসুদ রানা
সানাইঃ
কর্ণ
করতালঃ
সবুজ পাল
বেহালা, সারেংগিঃ
রেদওয়ানুল ঈসলাম রুমান
ম্যান্ডোলিন, বেঞ্জুঃ
গায়েন রাকিব
দোতারাঃ
এরশাদুল হক
হারমোনিয়ামঃ
সাকলাইন আরাফাত

নেপথ্যে

নাট্যরূপ ও নির্দেশনাঃ আল জাবির
সহকারী নির্দেশকঃ সাদী শুভ, হাসিবুল হাসান দিপ্ত
সেট ও কোরিওগ্রাফিঃ আল জাবির
সেট ও কোরিওগ্রাফিঃ ওয়াসিম আহমেদ
কস্টিউমঃ আরিফা খুকু
মেকআপঃ আরিফা জাহান সুইটি
প্রপস নবনীতা চৌধুরী
মঞ্চসজ্জাঃ খায়রুল বাশার মন্ডল, সৈয়দ রাসেল হোসেন, আফসান নকরেক
স্থির চিত্রঃ নাজমুল হোসেন, লিমন আহমেদ রিক্ত
আবহ সঙ্গীতঃ সমুদ্র প্রবাল, নূর রহমান প্রান্ত
কৃতজ্ঞতাঃ মোঃ আব্দুল কাইয়ুম, স্বপন ধর, রেজাউল করিম আসলাম, কারিতাস
ড. আমিনুর রহমান সুলতান, জেলা শিল্পকলা একাডেমি সুন্দরম, ময়মনসিংহ প্রযোজনা

Follow Us

Get The Latest Updates

About Us

Follow Us

সুন্দরম © 2026. All rights reserved.

bn_BDBengali