অতঃপর করিম বাওয়ালী

সুন্দরম, খুলনা প্রযোজনা
চিত্রনাট্য ও পরিচালনাঃ শামীম সাগর
সুন্দরম
সুন্দরম প্রতিবন্ধীদের একটি সৃষ্টিশীল শিল্প চর্চা কেন্দ্র যা ২০১৯ খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে ৮ টি বিভাগে আটটি সুন্দরম প্রতিষ্ঠিত হয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহে এখন প্রতিনিয়ত শারীরিক, দৃষ্টি ও বাক-শ্রবণপ্রতিবন্ধী মানুষ নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে সৃষ্টিশীল কাজে নিয়োজিত।
ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী নাট্যচর্চা ২০১৩ খ্রিস্টাব্দে শুরু হয় তারই ধারাবাহিকতার একটি পর্যায়ে সুন্দরম' এর জন্ম হয়। সুন্দরম'র মূল লক্ষ্য দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সংযুক্ত করা। এভাবে দূর হবে প্রতিবন্ধীদের সম্বন্ধে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও ভাবনা। মেধা ও শারীরিক যোগ্যতানুযায়ী প্রতিবন্ধী শিল্পীদের নানা শাখায় প্রশিক্ষণ দিয়ে তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত হওয়ার পথ সুগম করা সুন্দরমের মূল লক্ষ্য।
রাষ্ট্র ও সামাজিক কাঠামো এখনো প্রতিবন্ধীবান্ধব নয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতন ও সহমর্মী করে তুলে সারাদেশে প্রতিবন্ধীবান্ধব সুযোগ-সুবিধা গড়ে তোলা। এবং এ প্রক্রিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা যেখানে মানুষের প্রতিবন্ধকতার ঊর্ধ্বে মানুষ শুধু মানুষ হিসেবে পরিণতি পাবে।
ব্রিটিশ কাউন্সিল
বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি। অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে গত বছর আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭শ' ৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।
নির্দেশক
শামীম সাগর
পরিচালকের কথা
নাট্যগল্প
অতঃপর করিম বাওয়ালী
মঞ্চে
চিন্ময় সিকদারঃ করিম বাওয়ালী-১
আফিফা আক্তার তিশাঃ বনবিবি
তীর্থ প্রতিম মুখার্জীঃ দক্ষিণ রায়
আরমান রাব্বী করিম বাওয়ালী-২
মিজানুর রহমানঃ নাইস পর্যটক, মহাজন, কোরাস
রাকিব শেখঃ পর্যটক, গাছ চোর, কোরাস
মো. মশিউর রহমানঃ বাওয়ালী, গাছ চোর, কোরাস
ডালিয়া মন্ডলঃ ফুল বৌ, কোরাস
মো. জসিম উদ্দিন খানঃ গাইড, কোরাস
উজ্জ্বল গাজীঃ বাওয়ালী, কোরাস
শহিদুল ইসলাম দোলনঃ বনরক্ষী, কোরাস
রিপা হরিঃ পর্যটক, মেয়ে, কোরাস
শুভঙ্কর মন্ডলঃ পর্যটক, বনরক্ষী, কোরাস
পুষ্পক মন্ডলঃ বাওয়ালী, গাইড সহকারী, গাছ চোর, কোরাস
বিশ্বজিৎ সরদারঃ বাওয়ালী, কোরাস
অমিতাভ মল্লিকঃ বাউল
আফসানা আক্তার কেয়াঃ পর্যটক, মেঝ বউ
নব কুমার সরকারঃ পর্যটক
সংগীত দলঃ অমিতাভ মল্লিক, পুষ্পক মন্ডল, ইন্দ্রজিৎ মন্ডল, বিশ্বজিৎ সরদার
নেপথ্যে
পাণ্ডুলিপিঃ ও নির্দেশনা শামীম সাগর
সহযোগী নির্দেশকঃ বিপ্লব কুমার সরকার
সংগীত পরিকল্পকঃ অমিতাভ মল্লিক
মঞ্চ ও আলোক পরিকল্পকঃ শামীম সাগর
কোরিওগ্রাফিঃ আফসানা আক্তার কেয়া
প্রপস ও পোশাক পরিকল্পকঃ বিপ্লব কুমার সরকার
সংগীত রচনাঃ পুঁথিকার মহম্মদ খান, শামীম সাগর, বিপ্লব সরকার, উত্তম বিশ্বাস
সুর সংযোজনঃ অমিতাভ মল্লিক
পোস্টার পরিকল্পকঃ চারু পিন্টু
মঞ্চ ও প্রপস তৈরীঃ নান্টু সানা, মহানন্দ সরকার, ওমর ফারুক, বচ্চন দাস
পোষাক তৈরীঃ আসাবুর শেখ, তুষার বিশ্বাস
আলোক প্রক্ষেপণঃ বিপ্লব কুমার সরকার, রাজু আহমেদ
সহ সমন্বয়কারীঃ আফসানা আক্তার কেয়া
সমন্বয়কারীঃ নব কুমার সরকার
বিশেষ কৃতজ্ঞতাঃ সরকারী দৃষ্টি ও বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, গোয়ালখালী, খুলনা,
প্রতিনিধি সংস্কৃতি সংস্থা খুলনা, ডুমুরিয়া থিয়েটার, অদিতী খুলনা,
বায়োস্কোপ (খুলনা বিশ্ববিদ্যালয়), বি এল কলেজ থিয়েটার