/*; } .etn-event-item .etn-event-category span, .etn-btn, .attr-btn-primary, .etn-attendee-form .etn-btn, .etn-ticket-widget .etn-btn, .schedule-list-1 .schedule-header, .speaker-style4 .etn-speaker-content .etn-title a, .etn-speaker-details3 .speaker-title-info, .etn-event-slider .swiper-pagination-bullet, .etn-speaker-slider .swiper-pagination-bullet, .etn-event-slider .swiper-button-next, .etn-event-slider .swiper-button-prev, .etn-speaker-slider .swiper-button-next, .etn-speaker-slider .swiper-button-prev, .etn-single-speaker-item .etn-speaker-thumb .etn-speakers-social a, .etn-event-header .etn-event-countdown-wrap .etn-count-item, .schedule-tab-1 .etn-nav li a.etn-active, .schedule-list-wrapper .schedule-listing.multi-schedule-list .schedule-slot-time, .etn-speaker-item.style-3 .etn-speaker-content .etn-speakers-social a, .event-tab-wrapper ul li a.etn-tab-a.etn-active, .etn-btn, button.etn-btn.etn-btn-primary, .etn-schedule-style-3 ul li:before, .etn-zoom-btn, .cat-radio-btn-list [type=radio]:checked+label:after, .cat-radio-btn-list [type=radio]:not(:checked)+label:after, .etn-default-calendar-style .fc-button:hover, .etn-default-calendar-style .fc-state-highlight, .etn-calender-list a:hover, .events_calendar_standard .cat-dropdown-list select, .etn-event-banner-wrap, .events_calendar_list .calendar-event-details .calendar-event-content .calendar-event-category-wrap .etn-event-category, .etn-variable-ticket-widget .etn-add-to-cart-block, .etn-recurring-event-wrapper #seeMore, .more-event-tag, .etn-settings-dashboard .button-primary{ background-color:
Loading Events

পিতৃগণ

সুন্দরম, রাজশাহী প্রযোজনা

উপন্যাসঃ জাকির তালুকদার
নাট্যরূপ ও নির্দেশনা ড. আমির জামান

সুন্দরম

সুন্দরম প্রতিবন্ধীদের একটি সৃষ্টিশীল শিল্প চর্চা কেন্দ্র যা ২০১৯ খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে ৮ টি বিভাগে আটটি সুন্দরম প্রতিষ্ঠিত হয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহে এখন প্রতিনিয়ত শারীরিক, দৃষ্টি ও বাক-শ্রবণপ্রতিবন্ধী মানুষ নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে সৃষ্টিশীল কাজে নিয়োজিত।

ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী নাট্যচর্চা ২০১৩ খ্রিস্টাব্দে শুরু হয় তারই ধারাবাহিকতার একটি পর্যায়ে সুন্দরম' এর জন্ম হয়। সুন্দরম'র মূল লক্ষ্য দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সংযুক্ত করা। এভাবে দূর হবে প্রতিবন্ধীদের সম্বন্ধে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও ভাবনা। মেধা ও শারীরিক যোগ্যতানুযায়ী প্রতিবন্ধী শিল্পীদের নানা শাখায় প্রশিক্ষণ দিয়ে তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত হওয়ার পথ সুগম করা সুন্দরমের মূল লক্ষ্য।

রাষ্ট্র ও সামাজিক কাঠামো এখনো প্রতিবন্ধীবান্ধব নয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতন ও সহমর্মী করে তুলে সারাদেশে প্রতিবন্ধীবান্ধব সুযোগ-সুবিধা গড়ে তোলা। এবং এ প্রক্রিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা যেখানে মানুষের প্রতিবন্ধকতার ঊর্ধ্বে মানুষ শুধু মানুষ হিসেবে পরিণতি পাবে।

ব্রিটিশ কাউন্সিল

বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি। অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে গত বছর আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭শ' ৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।

নির্দেশক

ড. আমির জামান

ড. আমির জামান স্কুল জীবন থেকে গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত হন। এরই ধারাবাহিকতায় উচ্চশিক্ষা গ্রহণের নিমিত্তে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে কর্মরত আছেন। তিনি নবনাট্য সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সংস্কৃতায়ন, রাজশাহীর আহ্বায়ক।

পরিচালকের কথা

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক জাকির তালুকদারের পিতৃগণ উপন্যাসের ক্যানভাস অত্যন্ত বিস্তৃত - সুবৃহৎ এর আখ্যান, অসংখ্য এর চরিত্র সমাবেশ। ২৫ জন অভিনেতার সমন্বয়ে মাত্র ১ ঘন্টা পরিধিতে নাট্যমে এই সুগ্রন্থিত আখ্যানের বয়ান অত্যন্ত দুঃসাধ্য। উপরন্তু এই নবীন অভিনেতাগণ অধিকাংশই শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পনড়ব। তথাপি এইসকল নানাবিধ প্রতিবন্ধকতাকে অতিμম করে আমরা এই বলতে প্রয়াসী যে, শারীরিক কোনো প্রতিবন্ধকতা নাট্যশিল্পের বৃহৎ ও বৈচিত্র্যময় মুক্তাঙ্গনে থমকে যেতে পারে না। পৃথিবীর সকল মানুষই বিভিনড়ব ক্ষেত্রে বিপুল সম্ভবনাময় ও দীপ্তি ছড়াতে সামর্থ্য। নাটকটি নির্মাণের ক্ষেত্রে আমার বিপ্লবী নাট্যজন বার্টোল্ড ব্রেখ্ট, মেয়ার হোল্ড এবং আধুনিক বাংলা বর্ণনাত্মক নাট্যরীতির কাছে অত্যন্ত ঋণী। তবে অভিনেতাদের সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে চরিত্রাভিনয়রীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই প্রযোজনায় উপরিল্লিখিত নানাবিধ সীমাবদ্ধতা স্মরণে রেখে সবিনয় নিবেদন এই যে, সমকালীন একটি বহুল আলোচিত ও সমৃদ্ধ উপন্যাসের নাট্য মঞ্চায়নে যেকোনো ব্যর্থতার দায় নির্দেশক হিসেবে আমার - উপন্যাসের নয়। স্বতন্ত্র শিল্পমাধ্যম হিসেবে উপন্যাস এবং নাটক আলাদা আলাদা সৌন্দর্যে বিভূষিত। তথাপি যে নাট্যশিল্প যেকোনো শিল্প ও প্রবোধকে সঙ্গী করে মুক্ত ডানা মেলে দিতে পারে অসীমে - এই পিপাসা আমার নিত্য পাথেয়।

নাট্যগল্প

পিতৃগণ

একাদশ শতকের শেষভাগে বৌদ্ধ পালরাজা ও সামন্তদের দুঃশাসনে শোষিত বরেন্দ্রের ভূমিপুত্র কৈবর্তরা বিদ্রোহ ঘোষণা করে। কৈবর্ত নেতা দিব্যোকের নেতৃর্ত্বে সংগঠিত এই বিদ্রোহে তৎকালীন পালরাজা মহীপাল নিহত হন এবং কৈবর্তরা নিজেদের বরেন্দ্র ভূমিতে সার্বভৌম রাজ্য গড়তে সক্ষম হয়। পৃথিবীর ইতিহাসে এই একবারই কোনো ভূখন্ডে কৃষক-ভূমিপুত্ররা অর্জন করেছিল নিজেরাই নিজেদের মতো পরিচালনা করার অধিকার। প্রায় অর্ধশতাব্দি ধরে দিব্যোকের পরে রুদোক এবং তার পরে ভীমের নেতৃর্তে¡ বরেন্দ্রের ভূমিপুত্রদের হাতে বরেন্দ্রের স্বাধীনতা অক্ষুণড়ব থাকে। কিন্তু স্বাধীন বরেন্দ্রের বিরুদ্ধে পুনরায় শক্তি-সামর্থ্য অর্জন করে পালবংশের উত্তরাধিকারী রামপাল যুদ্ধ ঘোষণা করে। সাথে যোগ দেয় আরও আঠারো রাজা-সামন্ত-মহাসামন্ত। কারণ তাদের আযরর মেনে নিতে পারে না ভূমিপুত্রদের কাছে বারংবার পরাজয়। আসনড়ব যুদ্ধে রামপাল বাহিনী ও বরেন্দ্রের ভূমিপুত্ররা মুখোমুখি হলে যুদ্ধের প্রম দিবসে বরেন্দ্র ভূমিসন্তানদের বীরত্ব ফুলকি ছড়ায়। পরাজয় নিশ্চিত জেনে রামপাল যুদ্ধের নীতি লঙ্ঘন করে মধ্যরাত্রে ঘুমন্ত কৈবর্ত বাহিনীর উপর অতর্কিত আμমণ চালায় এবং কৈবর্ত বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়। পুনরায় বরেন্দ্রভূমিতে প্রতিষ্ঠিত হয় পালশাসন। আর এসব নিয়ে বীরগাথা রচনা করে কবিশ্রেষ্ঠ সন্ধ্যাকর নন্দী। তার কাব্যে আগ্রাসী পালরাজারাই সঠিক, আর ভূমিপুত্র কৈবর্তরা ধিকৃত। এইভাবে অন্যরূপ হয়ে যাবে ইতিহাস! কেউ জানবে না ভূমিপুত্ররা যে লড়াই চালিয়েছে, সেটাই ন্যায়যুদ্ধ! ইতিহাস বিকৃত হবে। কারণ ইতিহাসের রচয়িতা সন্ধ্যাকর নন্দীদের মতো মানুষ, যারা আগ্রাসী পালরাজা আর সহযোগী আঠারো সামন্তের অনড়বভোগী। তাহলে কোনদিন ভূমিপুত্রদের উত্তরাধিকারী কেউ কি জানবে না তাদের পিতৃপুরুষের গৌরবের ইতিহাস? মূলত, বরেন্দ্রভূমির অনুচ্চারিত ও অজানা ইতিহাসের শিল্পিত বয়ান পিতৃগণ।

মঞ্চে

রাজ পুরুষ-১ : কৌশিক কুমার রায়
রাজপুরুষ-২ : হাসিবুল ইসলাম
কৈবর্ত গ্রামবাসী : গৌতম চৌধুরী, সোহেল রানা, আজিজুল ইসলাম,
সুজন, রতন আলী, জরিনা খাতুন, রাশিদা খাতুন,
ময়ূরাক্ষী মেঘ
বিবানী : আরিফা খাতুন
পপীপ : রাজসিক রোদ্দুর, পলাশ কুমার, মো. আইয়ুব আলী
প্রিয়রক্ষিত : নজরুল ইসলাম
হরিভদ্র : জাহিদুল ইসলাম
ভট্টবামন : শাকিবুল হাসান
ঊর্ণাবতী : তামানড়বা জাহান নেলী
মল: নূর ফয়েজ
যুথীকা : জরিনা খাতুন
হড়জন : রতন আলী
কুরমি : জিন্নারা আক্তার ঝিলিক
কৈবর্ত সেনা-১ : আজিজুল ইসলাম
কৈবর্ত সেনা-২ : গৌতম চৌধুরী
জনৈক : সুজন
ভীম : মো. জাবির ইবনে হোসাইন
পদ্মনাভ : সাদেকুল ইসলাম
হরিবর্মা : জামাল উদ্দীন
বাসুদেব রাজবংশী : সোহেল রানা
রাজবংশী-১ : গৌতম চৌধুরী
রাজবংশী-২ : সুজন
রামপালের সৈন্য-১ : পরিতোষ রায় সৌরভ
রামপালের সৈন্য-২ : নাফিমুজ্জামান তালুকদার
রামপাল : রবিন আলী
নারায়ণ বর্মা : নাফিমুজ্জামান তালুকদার
বিজু : আজিজুল ইসলাম
বর্ণনাকারী : তামানড়বা জাহান নেলী, জামাল উদ্দীন, রবিন আলী,
কৌশিক, কুমার রায়, মৌ নাহার চৌধুরী
ইশারা ভাষা : আয়নাল হক

নেপথ্যে

উপন্যাস : জাকির তালুকদার
নাট্যরূপ ও নির্দেশনা : ড. আমির জামান
সংগীত পরিকল্পনা : ড. নার্গিস সুলতানা তৃপ্তি
মঞ্চ পরিকল্পনা ও নাট্যসংগীত : ড. আমির জামান
পোশাক পরিকল্পনা : ড. কাজী শুসমিন আফসানা
আলোক পরিকল্পনা : মো. আব্দুস সালাম
কোরিওগ্রাফ পরিকল্পনা ও প্রয়োগ : তামানড়বা জাহান নেলী
আলোক প্রক্ষেপক : হাসিবুল হাসান দীপ্ত
প্রপস : সাদিয়া আফরিন, মো. লিটন আলী
সংগীত দল : আমির, তৃপ্তি, কৌশিক, রাশিদা, জরিনা, গৌতম,
রবিন, পলাশ, সৌরভ, লিটন ও লিলি
প্রযোজনা ব্যবস্থাপক : মৌ নাহার চৌধুরী
কৃতজ্ঞতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাকির তালুকদার,
ড. শাহরিয়ার হোসেন, ড. এস এম ফারুক হোসাইন,
ড. হাবিব জাকারিয়া উল্লাস, সুখন সরকার, জাহেদুল
আলম, আশফাকুল আশেকীন বাপী, সাইফুল ইসলাম 

Follow Us

Get The Latest Updates

About Us

Follow Us

সুন্দরম © 2026. All rights reserved.

bn_BDBengali