পিতৃগণ
সুন্দরম, রাজশাহী প্রযোজনা
উপন্যাসঃ জাকির তালুকদার
নাট্যরূপ ও নির্দেশনা ড. আমির জামান
সুন্দরম
সুন্দরম প্রতিবন্ধীদের একটি সৃষ্টিশীল শিল্প চর্চা কেন্দ্র যা ২০১৯ খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে ৮ টি বিভাগে আটটি সুন্দরম প্রতিষ্ঠিত হয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহে এখন প্রতিনিয়ত শারীরিক, দৃষ্টি ও বাক-শ্রবণপ্রতিবন্ধী মানুষ নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে সৃষ্টিশীল কাজে নিয়োজিত।
ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী নাট্যচর্চা ২০১৩ খ্রিস্টাব্দে শুরু হয় তারই ধারাবাহিকতার একটি পর্যায়ে সুন্দরম' এর জন্ম হয়। সুন্দরম'র মূল লক্ষ্য দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সংযুক্ত করা। এভাবে দূর হবে প্রতিবন্ধীদের সম্বন্ধে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও ভাবনা। মেধা ও শারীরিক যোগ্যতানুযায়ী প্রতিবন্ধী শিল্পীদের নানা শাখায় প্রশিক্ষণ দিয়ে তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত হওয়ার পথ সুগম করা সুন্দরমের মূল লক্ষ্য।
রাষ্ট্র ও সামাজিক কাঠামো এখনো প্রতিবন্ধীবান্ধব নয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতন ও সহমর্মী করে তুলে সারাদেশে প্রতিবন্ধীবান্ধব সুযোগ-সুবিধা গড়ে তোলা। এবং এ প্রক্রিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা যেখানে মানুষের প্রতিবন্ধকতার ঊর্ধ্বে মানুষ শুধু মানুষ হিসেবে পরিণতি পাবে।
ব্রিটিশ কাউন্সিল
বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি। অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে গত বছর আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭শ' ৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।
নির্দেশক
ড. আমির জামান
পরিচালকের কথা
নাট্যগল্প
পিতৃগণ
মঞ্চে
রাজ পুরুষ-১ : কৌশিক কুমার রায়
রাজপুরুষ-২ : হাসিবুল ইসলাম
কৈবর্ত গ্রামবাসী : গৌতম চৌধুরী, সোহেল রানা, আজিজুল ইসলাম,
সুজন, রতন আলী, জরিনা খাতুন, রাশিদা খাতুন,
ময়ূরাক্ষী মেঘ
বিবানী : আরিফা খাতুন
পপীপ : রাজসিক রোদ্দুর, পলাশ কুমার, মো. আইয়ুব আলী
প্রিয়রক্ষিত : নজরুল ইসলাম
হরিভদ্র : জাহিদুল ইসলাম
ভট্টবামন : শাকিবুল হাসান
ঊর্ণাবতী : তামানড়বা জাহান নেলী
মল: নূর ফয়েজ
যুথীকা : জরিনা খাতুন
হড়জন : রতন আলী
কুরমি : জিন্নারা আক্তার ঝিলিক
কৈবর্ত সেনা-১ : আজিজুল ইসলাম
কৈবর্ত সেনা-২ : গৌতম চৌধুরী
জনৈক : সুজন
ভীম : মো. জাবির ইবনে হোসাইন
পদ্মনাভ : সাদেকুল ইসলাম
হরিবর্মা : জামাল উদ্দীন
বাসুদেব রাজবংশী : সোহেল রানা
রাজবংশী-১ : গৌতম চৌধুরী
রাজবংশী-২ : সুজন
রামপালের সৈন্য-১ : পরিতোষ রায় সৌরভ
রামপালের সৈন্য-২ : নাফিমুজ্জামান তালুকদার
রামপাল : রবিন আলী
নারায়ণ বর্মা : নাফিমুজ্জামান তালুকদার
বিজু : আজিজুল ইসলাম
বর্ণনাকারী : তামানড়বা জাহান নেলী, জামাল উদ্দীন, রবিন আলী,
কৌশিক, কুমার রায়, মৌ নাহার চৌধুরী
ইশারা ভাষা : আয়নাল হক
নেপথ্যে
উপন্যাস : জাকির তালুকদার
নাট্যরূপ ও নির্দেশনা : ড. আমির জামান
সংগীত পরিকল্পনা : ড. নার্গিস সুলতানা তৃপ্তি
মঞ্চ পরিকল্পনা ও নাট্যসংগীত : ড. আমির জামান
পোশাক পরিকল্পনা : ড. কাজী শুসমিন আফসানা
আলোক পরিকল্পনা : মো. আব্দুস সালাম
কোরিওগ্রাফ পরিকল্পনা ও প্রয়োগ : তামানড়বা জাহান নেলী
আলোক প্রক্ষেপক : হাসিবুল হাসান দীপ্ত
প্রপস : সাদিয়া আফরিন, মো. লিটন আলী
সংগীত দল : আমির, তৃপ্তি, কৌশিক, রাশিদা, জরিনা, গৌতম,
রবিন, পলাশ, সৌরভ, লিটন ও লিলি
প্রযোজনা ব্যবস্থাপক : মৌ নাহার চৌধুরী
কৃতজ্ঞতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাকির তালুকদার,
ড. শাহরিয়ার হোসেন, ড. এস এম ফারুক হোসাইন,
ড. হাবিব জাকারিয়া উল্লাস, সুখন সরকার, জাহেদুল
আলম, আশফাকুল আশেকীন বাপী, সাইফুল ইসলাম