/*; } .etn-event-item .etn-event-category span, .etn-btn, .attr-btn-primary, .etn-attendee-form .etn-btn, .etn-ticket-widget .etn-btn, .schedule-list-1 .schedule-header, .speaker-style4 .etn-speaker-content .etn-title a, .etn-speaker-details3 .speaker-title-info, .etn-event-slider .swiper-pagination-bullet, .etn-speaker-slider .swiper-pagination-bullet, .etn-event-slider .swiper-button-next, .etn-event-slider .swiper-button-prev, .etn-speaker-slider .swiper-button-next, .etn-speaker-slider .swiper-button-prev, .etn-single-speaker-item .etn-speaker-thumb .etn-speakers-social a, .etn-event-header .etn-event-countdown-wrap .etn-count-item, .schedule-tab-1 .etn-nav li a.etn-active, .schedule-list-wrapper .schedule-listing.multi-schedule-list .schedule-slot-time, .etn-speaker-item.style-3 .etn-speaker-content .etn-speakers-social a, .event-tab-wrapper ul li a.etn-tab-a.etn-active, .etn-btn, button.etn-btn.etn-btn-primary, .etn-schedule-style-3 ul li:before, .etn-zoom-btn, .cat-radio-btn-list [type=radio]:checked+label:after, .cat-radio-btn-list [type=radio]:not(:checked)+label:after, .etn-default-calendar-style .fc-button:hover, .etn-default-calendar-style .fc-state-highlight, .etn-calender-list a:hover, .events_calendar_standard .cat-dropdown-list select, .etn-event-banner-wrap, .events_calendar_list .calendar-event-details .calendar-event-content .calendar-event-category-wrap .etn-event-category, .etn-variable-ticket-widget .etn-add-to-cart-block, .etn-recurring-event-wrapper #seeMore, .more-event-tag, .etn-settings-dashboard .button-primary{ background-color:
Loading Events

সঙগতি

সুন্দরম, সিলেট প্রযোজনা

লিখেছেনঃ আশিক সুমন
পরিচালনাঃ সামিউন জাহান দোলা

সুন্দরম

সুন্দরম প্রতিবন্ধীদের একটি সৃষ্টিশীল শিল্প চর্চা কেন্দ্র যা ২০১৯ খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে ৮ টি বিভাগে আটটি সুন্দরম প্রতিষ্ঠিত হয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহে এখন প্রতিনিয়ত শারীরিক, দৃষ্টি ও বাক-শ্রবণপ্রতিবন্ধী মানুষ নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে সৃষ্টিশীল কাজে নিয়োজিত।

ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী নাট্যচর্চা ২০১৩ খ্রিস্টাব্দে শুরু হয় তারই ধারাবাহিকতার একটি পর্যায়ে সুন্দরম' এর জন্ম হয়। সুন্দরম'র মূল লক্ষ্য দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সংযুক্ত করা। এভাবে দূর হবে প্রতিবন্ধীদের সম্বন্ধে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও ভাবনা। মেধা ও শারীরিক যোগ্যতানুযায়ী প্রতিবন্ধী শিল্পীদের নানা শাখায় প্রশিক্ষণ দিয়ে তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত হওয়ার পথ সুগম করা সুন্দরমের মূল লক্ষ্য।

রাষ্ট্র ও সামাজিক কাঠামো এখনো প্রতিবন্ধীবান্ধব নয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতন ও সহমর্মী করে তুলে সারাদেশে প্রতিবন্ধীবান্ধব সুযোগ-সুবিধা গড়ে তোলা। এবং এ প্রক্রিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা যেখানে মানুষের প্রতিবন্ধকতার ঊর্ধ্বে মানুষ শুধু মানুষ হিসেবে পরিণতি পাবে।

ব্রিটিশ কাউন্সিল

বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি। অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে গত বছর আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭শ' ৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।

নির্দেশক

সামিউন জাহান দোলা

সামিউন জাহান দোলা একজন বাংলাদেশের প্রথিতযশা থিয়েটার অভিনেত্রী ও নির্দেশক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ থেকে সড়বাতক ও সড়বাতকোত্তর সম্পনড়ব করেছেন এবং বর্তমানে পিএইচডি করছেন। ২০১৩ সাল থেকেই প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে থিয়েটার করছেন। ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের উঅজঊ প্রজেক্টে তিনি প্রধান প্রশিক্ষক ছিলেন শুরু থেকেই।

পরিচালকের কথা

এই নাটকটিতে দর্শক দেখতে পাবেন প্রতিবন্ধী ব্যক্তিদের একটি নাট্যদল যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে নাটক করে। হাস্যরসের নাটকের মধ্য দিয়ে জীবনের বেদনার অংশটুকু আড়াল করে যেন আনন্দই বিলিয়ে বেরায় তারা। দুজন প্রতিবন্ধী ব্যক্তির প্রেম নিয়ে মুল ঘটনা এগিয়ে যাবে। নির্দেশনার ক্ষেত্রে এই ক্ষুদ্র নির্দেশক বর্ণনাত্মক অভিনয়রীতির আশ্রয় নিয়েছি ও নিরাভরণ মঞ্চকেই প্রাধান্য দিয়েছি। 

নাট্যগল্প

সঙগতি

প্রত্যন্ত এলাকার একটি নাট্যদল। এই নাট্যদলের বেশিরভাগ সদস্য প্রতিবন্ধী ব্যক্তি। তারা এ গ্রাম ও গ্রাম, দূর দূরান্তে নৌকায় চড়ে পালা করে বেড়ায়। এই সঙদলের নায়ক বাক ও শ্রবণ প্রতিবন্ধী নাদিমের সঙ্গে প্রেম হয়ে যায় প্রভাবশালী মেম্বারের দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে রুশনীর সাথে। ভয়ে আতঙ্কে সঙদলটি পালিয়ে বেড়ায়। হাস্যরসাত্মক প্রেম আখ্যান নিয়ে এই নাটক। তারই মাঝে তারা বলে যাবে প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন প্রতিবন্ধকতার কথা। যে প্রতিবন্ধকতাকে তারা জয় করে নিয়েছে মনের জোর আর সৃষ্টির উন্মাদনায়।

মঞ্চে

এমাদ উদ্দিন সুজনঃ সঙ দলের প্রধান
ওসমান উল্লাহ ইমনঃ নাদিম
রুকসানা বেগমঃ রুশনি
তাহমিনা বেগমঃ শাবানা
সমির রঞ্জন বিশ্বাসঃ মেম্বারের সহকারী ২ ও সং দলের ঢোলক
মাসুম আহমেদ চৌধুরীঃ মেম্বার ও ডাকাত দলের সদস্য
আবুল লেইসঃ ডাকাত সর্দার
মুহাইমিনুর রহমানঃ দৈত্য
শারমিন আক্তার রেবাঃ মেম্বারের বউ ও ডাকাতনী
হাবিবুর রহমান সমির পল্লবঃ টেলিসামাদ
নুরুন্নাহার তালুকদারঃ অঞ্জু
এমএসএ মাসুম খানঃ তারু ও ঘোড়া
এনামুল হকঃ মেম্বারের এসিস্ট্যান্ট ১ ও ডাকাত সদস্য
বিকু রঞ্জন দাসঃ ভিলেন এটিএম
জাবেদ আহমেদঃ ইশারা ভাষা অনুবাদকারী

নেপথ্যে

রচনাঃ আশিক সুমন
নিদের্শনাঃ সামিউন জাহান দোলা
সহকারী নির্দেশকঃ হাবিবুর রহমান (সামির পল্লব)
আলোক পরিকল্পনা : ওয়াসিম আহমেদ
সংগীত পরিকল্পনাঃ মুয়িয মাহফুজ
কন্ঠঃ শুভ্রা তালুকদার, জয়ন্ত পাল জয়
পোশাক পরিকল্পনা ও কোরিওগ্রাফিঃ সামিউন জাহান দোলা
মিউজিক অপারেটরঃ ফাহিমা বেগম
প্রযোজনা ব্যাবস্থাপনাঃ এমএসএ মাসুম খান
মঞ্চ পরিকল্পনা সহকারীঃ বাধন
পোশাক সহযোগীঃ নুরুন্নাহার তালুকদার
লাইট অপারেটরঃ বদরুল আলম
খাদ্য সহযোগীঃ ইকমল হোসাইন
পোস্টার ডিজাইনঃ মহিনুর উদ্দিন নিশাত
কৃতজ্ঞতাঃ ইকবাল আহমেদ, এ্যাথেন্স শাওন

Follow Us

Get The Latest Updates

About Us

Follow Us

সুন্দরম © 2026. All rights reserved.

bn_BDBengali