/*; } .etn-event-item .etn-event-category span, .etn-btn, .attr-btn-primary, .etn-attendee-form .etn-btn, .etn-ticket-widget .etn-btn, .schedule-list-1 .schedule-header, .speaker-style4 .etn-speaker-content .etn-title a, .etn-speaker-details3 .speaker-title-info, .etn-event-slider .swiper-pagination-bullet, .etn-speaker-slider .swiper-pagination-bullet, .etn-event-slider .swiper-button-next, .etn-event-slider .swiper-button-prev, .etn-speaker-slider .swiper-button-next, .etn-speaker-slider .swiper-button-prev, .etn-single-speaker-item .etn-speaker-thumb .etn-speakers-social a, .etn-event-header .etn-event-countdown-wrap .etn-count-item, .schedule-tab-1 .etn-nav li a.etn-active, .schedule-list-wrapper .schedule-listing.multi-schedule-list .schedule-slot-time, .etn-speaker-item.style-3 .etn-speaker-content .etn-speakers-social a, .event-tab-wrapper ul li a.etn-tab-a.etn-active, .etn-btn, button.etn-btn.etn-btn-primary, .etn-schedule-style-3 ul li:before, .etn-zoom-btn, .cat-radio-btn-list [type=radio]:checked+label:after, .cat-radio-btn-list [type=radio]:not(:checked)+label:after, .etn-default-calendar-style .fc-button:hover, .etn-default-calendar-style .fc-state-highlight, .etn-calender-list a:hover, .events_calendar_standard .cat-dropdown-list select, .etn-event-banner-wrap, .events_calendar_list .calendar-event-details .calendar-event-content .calendar-event-category-wrap .etn-event-category, .etn-variable-ticket-widget .etn-add-to-cart-block, .etn-recurring-event-wrapper #seeMore, .more-event-tag, .etn-settings-dashboard .button-primary{ background-color:
Loading Events

স্বপ্নকাহন

সুন্দরম, চট্টগ্রাম প্রযোজনা

সুন্দরম

সুন্দরম প্রতিবন্ধীদের একটি সৃষ্টিশীল শিল্প চর্চা কেন্দ্র যা ২০১৯ খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে ৮ টি বিভাগে আটটি সুন্দরম প্রতিষ্ঠিত হয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহে এখন প্রতিনিয়ত শারীরিক, দৃষ্টি ও বাক-শ্রবণপ্রতিবন্ধী মানুষ নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে সৃষ্টিশীল কাজে নিয়োজিত।

ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী নাট্যচর্চা ২০১৩ খ্রিস্টাব্দে শুরু হয় তারই ধারাবাহিকতার একটি পর্যায়ে সুন্দরম' এর জন্ম হয়। সুন্দরম'র মূল লক্ষ্য দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সংযুক্ত করা। এভাবে দূর হবে প্রতিবন্ধীদের সম্বন্ধে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও ভাবনা। মেধা ও শারীরিক যোগ্যতানুযায়ী প্রতিবন্ধী শিল্পীদের নানা শাখায় প্রশিক্ষণ দিয়ে তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত হওয়ার পথ সুগম করা সুন্দরমের মূল লক্ষ্য।

রাষ্ট্র ও সামাজিক কাঠামো এখনো প্রতিবন্ধীবান্ধব নয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতন ও সহমর্মী করে তুলে সারাদেশে প্রতিবন্ধীবান্ধব সুযোগ-সুবিধা গড়ে তোলা। এবং এ প্রক্রিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা যেখানে মানুষের প্রতিবন্ধকতার ঊর্ধ্বে মানুষ শুধু মানুষ হিসেবে পরিণতি পাবে।

ব্রিটিশ কাউন্সিল

বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি। অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে গত বছর আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭শ' ৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।

নির্দেশক

অসীম দাশ

ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিক এর অধ্যক্ষ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক, অসীম দাশ কেন্দ্রীয় শিশু নাট্য গোষ্ঠী'র অন্যতম প্রতিষ্ঠাতা ও নাট্য নির্দেশকের দায়িত্ব পালনের পাশাপাশি যুক্ত হন গ্রুপ থিয়েটার চর্চায়। পরবর্তীতে গ্রুপ থিয়েটার চর্চায় যুক্ত হন চট্টগ্রামের প্রথম সারির নাট্যদল 'গণায়ন নাট্য সম্প্রদায়'-এর সাথে ১৯৮২ সালে।

১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে ভারত সরকার এর ICCR বৃত্তি নিয়ে যান নাটকের অন্যতম তীর্থস্থান ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এন.এস.ডি)-তে। এ পর্যন্ত প্রায় ৮৫টি নাটকের নির্দেশনা দিয়েছেন দল এবং দলের বাইরে। দেশীয় নাট্যকারদের পাশাপাশি বিশ্ব নাটকের অন্যতম নাট্যকারদের নাটকের প্রতি ঝোঁকটা বরাবরই একটু বেশী।

নির্দেশকের কথা

এরকম চমৎকার কিছু কল্পনাপ্রবণ এবং উদ্ভাবনী শিল্পীদের একটি দল নিয়ে থিয়েটার নির্মাণ সত্যিই এক অনন্য ও অত্যাশ্চর্য অভিজ্ঞতা আমার জন্য। চারপাশের জগতকে উপলব্ধি করার এবং থিয়েটার এ্যারেনার নানান আবহকে, নিজস্ব ভঙ্গিতে বিশ্লেষণ করার এক অসাধারণ ক্ষমতা তাদের রয়েছে। এর কোনটি অচঞ্চল এবং আকর্ষণীয়, কোনটি আবার তাদের নিজস্ব এবং যা আমিও রপ্ত করেছি তাদের কাছ থেকে। এই শিল্পীদের এমন আবেগঘন সংস্পর্শে শেক্সপিয়রের 'এ মিডসামার নাইটস্ ড্রিম' গল্পটি একটি ভিন্ন রূপ নিয়েছে। কিছু থিয়েটার গেমস্ এবং ইম্প্রোভাইজেশন প্রক্রিয়া প্রয়োগ করে আমি গল্পটি চিত্রিত করার এবং স্বপ্নের কিছু দৃশ্যকল্প তৈরি করার চেষ্টা করেছি মাত্র, যা একেবারেই এই অসাধারণ শিল্পীদের 'স্বপ্ন', একান্তই নিজস্ব...

নাট্যগল্প

স্বপ্নকাহন

এথেন্সের রাজা থিসিয়াসের বিয়ের দিন ঠিক হয়ে গেল তার প্রিয়া হিপ্পোলিটার সঙ্গে। দু'জনের খুশির জোয়ারে কপালে চিন্তার ছাপ নিয়ে প্রবেশ করেন ইজিয়াস। তাঁর কন্যা হার্মিয়ার বিচার নিয়ে তিনি উপস্থিত হন রাজার সমীপে। পিতার আদেশ না মেনে হার্মিয়া হৃদয় দিয়ে বসে আছে লাইস্যান্ডারকে তাই যারপরনাই ইজিয়াস ক্ষুব্ধ কারণ তাঁর বিবেচনায় দেমেত্রিয়াস যোগ্য পাত্র। অন্যদিকে নিডার কন্যা হেলেনা দেমেত্রিয়াসের প্রেমে মত্ত। এই যুগল প্রেমের কাহিনীর ভেতর দিয়ে ঘটনার সহজ সূত্রপাত হলেও শেক্সপিয়ার আমাদের আরো গভীরে নিয়ে যান যেখানে স্বপ্ন, সান্ত্বনা, রঙিন চরিত্রগুলির মধ্যে ঘটনার সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। কাহিনীর সুতোয় টান পড়লেই আমাদের নজর কেড়ে নেয় পরীর দল যেখানে আছে ওবেরণ, টিটানিয়া, পাকসহ আরো অনেক স্বপ্নচারী যাদের পরাবাস্তব বিচরণ আমাদের কখনো হাসায়, কখনো নাচে-গানে- ছন্দকথায় মনের তরঙ্গে দোলা দিয়ে যায় আবার কখনো তাদের জাদুর চাতুরি আমাদের সংশয়ে ফেলে ভাবনার পথ উন্মুক্ত করে দেয়। আছে সেইসব অভিনেতার দল যারা রাজার বিয়ের দিনেই মঞ্চস্থ করবে নাটক, সেই উপলক্ষে তারা ছুটে যায় বনে, মেতে ওঠে মহড়ায়। সেই বনের মধ্যে চরিত্ররা ঘুরতে থাকে তাদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে। এভাবে নানা টানাপোড়েন, বিশ্বাসঘাতকতা, প্রেম, ভীমরতির শেষে আমরা দেখতে পাই দুই প্রেমিকযুগলের পুনর্মিলন। যে মহান অধিপতি থিসিয়াসের প্রাসাদে এই ঘটনার প্রারম্ভ, সেখানেই তার সমাপ্তি ঘটে।

মঞ্চে

থিসিয়াস : মো: সাজেদুল ইসলাম সোহেল হিপ্পোলিটা : জান্নাতুল নাঈম ইজিয়াস : গোলাম কিবরিয়া লাইস স্যান্ডার : মো. আছাদ বিন রহমান হার্মিয়া : আখি আক্তার রূপা দিমিত্রিয়াস : নিশান চμবর্ত্তী হেলেনা : নিপা আক্তার ফিলোস্ট্র্যাট : হারুন ঊর রশিদ ইজিয়াস এর বন্ধু : মোহাম্মদ আবদুল্লাহ্ চৌধুরী লাইস স্যান্ডার এর বন্ধু : মোঃ আরিফুল হক পিটার কুইন্স : জান্নাতুল ফেরদৌস সুইটি নিক বটম : মো: সুরত আলম ফ্রান্সিস ফ্লুট : জান্নাতুল ফেরদৌস লিমা টম স্নাউট : আছিয়া আক্তার নিঝুম রবিন স্টারভেলিং : মিনারা আক্তার স্নাগ: মোহাম্মদ ফারুক ইসলাম ওবেরন : শেখ সাইফ আহমেদ আফ্রিদি টিটানিয়া : অর্পিতা ভট্টাচার্য পাক : নওয়াজেশ আশ্রাফ ঈশাদ টিটানিয়ার সহচরী : ফারজানা আনোয়ার (তানিয়া) পরীর দল : জানড়বাতুল ফেরদৌস সুইটি জান্নাতুল নাঈম মিনারা আক্তর জান্নাতুল ফেরদৌস লিমা কোরাস দল : ফারজানা আনোয়ার (তানিয়া) মোহাম্মদ ফারুক ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ্ চৌধুরী মোঃ আরিফুল হক হারুন ঊর রশিদ মেশিন পার্টস : নিলুফার ইয়াসমিন সূত্রধর : আশুতোষ মজুমদার প্রতীক ভাষা দোভাষী : তাসলিমা আক্তার লাকী

নেপথ্যে

উইলিয়াম শেক্সপিয়ার এর ‘এ মিডসামার নাইট’স ড্রিম’ অবলম্বনে উৎপল দত্ত ও সুধাংশুরঞ্জন ঘোষ অনুদিত নবনাট্যায়ন ও সম্পাদনা: অন্বেষা নির্দেশনা, মঞ্চ, আলোক এবং সঙ্গীত পরিকল্পনা : অসীম দাশ সহকারী নির্দেশনা : দীপ্ত চμবর্তী মোঃ ফরহাদ হোসেন কোরিওগ্রাফি : নিশিগন্ধা দাশ গুপ্তা পোস্টার ডিজাইন : বিশ^জিৎ তলাপাত্র পেইন্টিং : অরূপ বড়–য়া পরিচ্ছদ : নিশিগন্ধা দাশ গুপ্তা সাবিহা বিনতে জসীম পূজা বিশ্বাস সঙ্গীত পরিকল্পনা সহকারী : মো: ফেরদৌস হাসান ক্যউপ্রু মার্মা নেপথ্য কণ্ঠ : মো: ফেরদৌস হাসান ক্যউপ্রু মার্মা অর্পিতা ভট্টাচার্য শেখ শরিফুনড়বাহার পুণ শেখ সাইফ আহমেদ আফ্রিদি সরঞ্জাম : জানড়বাতুল ফেরদৌস নুপুর ফাহমিদা আকতার আলোক নিয়ন্ত্রণ : মো: আদনান সামী সঙ্গীত নিয়ন্ত্রণ : মোঃ ফরহাদ হোসেন মঞ্চ নির্মাণ : মোঃ মালেক প্রযোজনা সমন্বয় : জানে আলম টিটু

Follow Us

Get The Latest Updates

About Us

Follow Us

সুন্দরম © 2026. All rights reserved.

bn_BDBengali