/*; } .etn-event-item .etn-event-category span, .etn-btn, .attr-btn-primary, .etn-attendee-form .etn-btn, .etn-ticket-widget .etn-btn, .schedule-list-1 .schedule-header, .speaker-style4 .etn-speaker-content .etn-title a, .etn-speaker-details3 .speaker-title-info, .etn-event-slider .swiper-pagination-bullet, .etn-speaker-slider .swiper-pagination-bullet, .etn-event-slider .swiper-button-next, .etn-event-slider .swiper-button-prev, .etn-speaker-slider .swiper-button-next, .etn-speaker-slider .swiper-button-prev, .etn-single-speaker-item .etn-speaker-thumb .etn-speakers-social a, .etn-event-header .etn-event-countdown-wrap .etn-count-item, .schedule-tab-1 .etn-nav li a.etn-active, .schedule-list-wrapper .schedule-listing.multi-schedule-list .schedule-slot-time, .etn-speaker-item.style-3 .etn-speaker-content .etn-speakers-social a, .event-tab-wrapper ul li a.etn-tab-a.etn-active, .etn-btn, button.etn-btn.etn-btn-primary, .etn-schedule-style-3 ul li:before, .etn-zoom-btn, .cat-radio-btn-list [type=radio]:checked+label:after, .cat-radio-btn-list [type=radio]:not(:checked)+label:after, .etn-default-calendar-style .fc-button:hover, .etn-default-calendar-style .fc-state-highlight, .etn-calender-list a:hover, .events_calendar_standard .cat-dropdown-list select, .etn-event-banner-wrap, .events_calendar_list .calendar-event-details .calendar-event-content .calendar-event-category-wrap .etn-event-category, .etn-variable-ticket-widget .etn-add-to-cart-block, .etn-recurring-event-wrapper #seeMore, .more-event-tag, .etn-settings-dashboard .button-primary{ background-color:
Loading Events

ত্রিবেণী

সুন্দরম, রংপুর প্রযোজনা

সুন্দরম

সুন্দরম প্রতিবন্ধীদের একটি সৃষ্টিশীল শিল্প চর্চা কেন্দ্র যা ২০১৯ খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে ৮ টি বিভাগে আটটি সুন্দরম প্রতিষ্ঠিত হয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহে এখন প্রতিনিয়ত শারীরিক, দৃষ্টি ও বাক-শ্রবণপ্রতিবন্ধী মানুষ নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে সৃষ্টিশীল কাজে নিয়োজিত।

ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী নাট্যচর্চা ২০১৩ খ্রিস্টাব্দে শুরু হয় তারই ধারাবাহিকতার একটি পর্যায়ে সুন্দরম' এর জন্ম হয়। সুন্দরম'র মূল লক্ষ্য দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সংযুক্ত করা। এভাবে দূর হবে প্রতিবন্ধীদের সম্বন্ধে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও ভাবনা। মেধা ও শারীরিক যোগ্যতানুযায়ী প্রতিবন্ধী শিল্পীদের নানা শাখায় প্রশিক্ষণ দিয়ে তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত হওয়ার পথ সুগম করা সুন্দরমের মূল লক্ষ্য।

রাষ্ট্র ও সামাজিক কাঠামো এখনো প্রতিবন্ধীবান্ধব নয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতন ও সহমর্মী করে তুলে সারাদেশে প্রতিবন্ধীবান্ধব সুযোগ-সুবিধা গড়ে তোলা। এবং এ প্রক্রিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা যেখানে মানুষের প্রতিবন্ধকতার ঊর্ধ্বে মানুষ শুধু মানুষ হিসেবে পরিণতি পাবে।

ব্রিটিশ কাউন্সিল

বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি। অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে গত বছর আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭শ' ৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।

নির্দেশক

কাজী নওশাবা আহমেদ

কাজী নওশাবা আহমেদ সামগ্রীকতায় বিশ্বাস করেন, বিশ্বাস করেন শিল্পেরশক্তিতে, তিনি এও বিশ্বাস করেন যে প্রত্যেক ব্যক্তি তার কর্মের মাধ্যমে তার নিজের ভাগ্য তৈরি করেন। তার এই সকল মূল্যবোধ তার সমস্ত সৃষ্টিতে চিত্রিত হয়েছে। তিনি একাধারে নির্দেশক, পাপেটিয়ার, অভিনয়শিল্পী, পেইন্টার এবং "টুগেদার উই ক্যান" এর প্রতিষ্ঠাতা। পেইন্টিং এ অনার্স ও মাস্টার্স সম্পনড়ব করেছেন - ঢাক বিশ্ববিদ্যালয় এর চারুকলা বিভাগ থেকে। শিল্পী জীবনের শুরু পাপেটিয়ার হিসেবে সিসিমপুর এর জনপ্রিয় চরিত্র ইকরি মিকরি দিয়ে। বর্তমানে অভিনয়শিল্পী হিসেবে মঞ্চ, টেলিভিশন, দেশীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সফলতার সাথে কাজ করছেন। এর পাশাপাশি মঞ্চ ও ভিসুয়্যাল মিডিয়াতে নির্দেশক হিসেবে কাজ করছেন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিল্পীদের সাথে দীর্ঘদিন ধরে পাপেট থিয়েটার করছেন।

নির্দেশকের কথা

এরকম চমৎকার কিছু কল্পনাপ্রবণ এবং উদ্ভাবনী শিল্পীদের একটি দল নিয়ে থিয়েটার নির্মাণ সত্যিই এক অনন্য ও অত্যাশ্চর্য অভিজ্ঞতা আমার জন্য। চারপাশের জগতকে উপলব্ধি করার এবং থিয়েটার এ্যারেনার নানান আবহকে, নিজস্ব ভঙ্গিতে বিশ্লেষণ করার এক অসাধারণ ক্ষমতা তাদের রয়েছে। এর কোনটি অচঞ্চল এবং আকর্ষণীয়, কোনটি আবার তাদের নিজস্ব এবং যা আমিও রপ্ত করেছি তাদের কাছ থেকে। এই শিল্পীদের এমন আবেগঘন সংস্পর্শে শেক্সপিয়রের 'এ মিডসামার নাইটস্ ড্রিম' গল্পটি একটি ভিন্ন রূপ নিয়েছে। কিছু থিয়েটার গেমস্ এবং ইম্প্রোভাইজেশন প্রক্রিয়া প্রয়োগ করে আমি গল্পটি চিত্রিত করার এবং স্বপ্নের কিছু দৃশ্যকল্প তৈরি করার চেষ্টা করেছি মাত্র, যা একেবারেই এই অসাধারণ শিল্পীদের 'স্বপ্ন', একান্তই নিজস্ব...

নাট্যগল্প

ত্রিবেণী

ত্রিবেণী এমন একটি গল্প যা সামগ্রীকতা, আধ্যাত্মিকতা এবং আধুনিক সময়ের স্নায়ু যুদ্ধ তথা বিভাজন গুলিকে একটি প্রতীকী উপায়ে অতিক্রম করার জন্য আত্মিক মিলনের যাত্রা সম্পর্কে কথা বলে। একটি আংশিকভাবে অন্ধ, প্রতিভাধর তরুণী তার সীমাবদ্ধতার উর্ধ্বে উঠে এক অদৃষ্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সে বর্তমান পৃথিবীর একটি অন্ধকার সময়ে এসে পৌঁছায়। সে এই সময়ের আবর্তে বন্দি মানুষদের জীবনে আলোক বর্তিকা হিসেবে আবির্ভূত হয়। তার মুক্ত নির্ভীক চেতনা সবাইকে স্পর্শ করে কিন্তু যারা নিজের ভয়কে জয় করতে পারে শুধুমাত্র তারাই তাদের কাংখিত স্বাধীনতার আলোর দেখা পায়। মিউজিক্যাল পাপেট থিয়েটার ত্রিবেণী হল রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি "রক্ত করবী" কে বর্তমান প্রেক্ষাপটে উপস্থাপন করার একটি প্রয়াস।

মঞ্চে

মোঃ শহিদুল ইসলাম
শুভ চক্রবর্তী
মোঃ রাশেদ আলী
জান্নাতি বেগম
মোঃ হিরু মিয়া
মোঃ ফিরোজ কবির
তৌণিক চৌধুরী
মোঃ বিপুল
মোঃ দুলাল মিয়া
মোঃ জামিল হোসেন
বর্ষা চৌধুরী
মোমেনা বেগম
মমতাজ বেগম
সানজিদা আক্তার মিম
লাভলী
জাহিদ হাসান
সাব্বির আলী
মোঃ শাহী আবজালি
ভীষ্মদেব রায় সুমন
কো-অর্ডিনেটর রংপুর বিভাগ
ইমরানা আনসারী বিথী

নেপথ্যে

নির্দেশনা : কাজী নওশাবা আহমেদ
সংগীত দল : এজাজ ফারাহ, অভিষেক ভট্টাচার্য, মোহাম্মদ আলী হোসেন।
শিল্প নির্দেশনা ও পাপেট দল : জিহান করিম, চয়ন কুমার, অনিক চৌধুরী, সোলায়মান শান্ত, কাওসার রিফাত, প্রকৃতি নাযারিনা আহমেদ, ইমরান শুভ
নৃত্য পরিচালনা দল : আনন্দিতা খান, আসিফ
আলোক প্র¶েপন দল : সাহিল রনি, ডেভিড নাজমুল
শব্দ নিয়ন্ত্রণ দল : প্রান্ত
পোশাক পরিকল্পনা দল : সারাহ অরনি, মুনতাকিম সাকিব, মাহমুদুল হাসান জয়
সহকারী পরিচালক : শাহেদ হোসেন আপন
সার্বিক সমন্বয়ক : অমিত সিনহা

Follow Us

Get The Latest Updates

About Us

Follow Us

সুন্দরম © 2026. All rights reserved.

bn_BDBengali